বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১২:১৯:২৬

মক্কায় ওমরাহ হজযাত্রী নিহত

 মক্কায় ওমরাহ হজযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে গিয়ে এক হজযাত্রী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ‘সৌদি গেজেট’ পত্রিকাটি বলছে, বুধবার মক্কার আল শাহরিয়া জেলার এক সড়কে তিনটি গাড়ির মধ্যকার সংঘর্ষে একজন ওমরাহ হজযাত্রী নিহত হয়েছেন। ভারি বর্ষণের কারণে সড়কে যানজট তৈরি হওয়ায় ওই দুর্ঘটনাটি হয়েছিল বলে জানিয়েছে পত্রিকাটি।

ওই একই দিনে মক্কায় এক হোটেলের জানালা ধসে পড়ে আহত হন আরো ছয় হজযাত্রী। তারা কাবা শরিফের হারাম প্লাজায় ওমরাহ হজের আনুষ্ঠানাদি পালন করার সময় ওপর থেকে জানালাটি তাদের মাথার ওপর ভেঙে পড়ে।  ওই দুর্ঘটনায় আহতদের কিং ফয়সাল ও আজেইয়াদ হাসপাতাল দুটিতে ভর্তি করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা জায়নি।
সৌদিতে হজ মৌসুমে এ ধরনের দুর্ঘটনা বা মৃত্যু কোনো নতুন বিষয় নয়। গত সেপ্টেম্বরে কাবায় হজ পালনের সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭১৭ জন হজযাত্রী। আহত হয়েছিলেন আরো ৮৬৩ জন। তবে হতাহতদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়ে থাকে। এর আগে ওই একই মাসের শেষের দিকে কাবার ক্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ১০৭ জন হাজি। এ ঘটনায় আহত হয়েছিলেন ২৩৮ জন।

২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/তারিক/টিকে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে