বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০১:৪২:১১

গোপন পরিকল্পনা নিয়েছে ইরান-রাশিয়া! টার্গেট কী?

গোপন পরিকল্পনা নিয়েছে ইরান-রাশিয়া! টার্গেট কী?

আন্তর্জাতিক ডেস্ক : শক্তি বৃদ্ধির এক গোপন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মধ্যপ্রাচ্যের অত্যতম প্রভাবশালী দেশ ইরান এবং রাশিয়া। দেশ দুটি সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে।

আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ৫ম মস্কো সম্মেলনের অবকাশে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন রাশিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান।

তিনি বলেন, ইরান ও রাশিয়া সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে কয়েকটি চুক্তি এবং সুর্নিদিষ্ট পরিকল্পনা করেছে। ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে নানা ক্ষেত্রে দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার উজ্জ্বল দিগন্তরেখা সৃষ্টি হবে।

জেনারেল দেহকান আশা করেন, তেহরান-মস্কো ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যদিয়ে বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে। এর মাধ্যমে সন্ত্রাসবাদ এবং তা হতে সৃষ্ট সংকটগুলো বিশ্ব থেকে নির্মূল করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে শোইগু বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের সঙ্গে দীর্ঘ মেয়াদি সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। মস্কো সফরকালে আর্মেনিয়া, বেলারুশ এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেছেন দেহ্কান।

এরইমধ্যে সিরিয়া সরকারকে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত ক্ষেত্রে একযোগে কাজ করছে ইরান ও রাশিয়া।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে