বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৩:৪৪:৪৬

মুখোমুখি ইত্তেহাদুল মুসলিমিন ও নারী সংগঠন, পাশে চাচ্ছেন শাহরুখ,সালমান ও আমিরকে

মুখোমুখি ইত্তেহাদুল মুসলিমিন ও নারী সংগঠন, পাশে চাচ্ছেন শাহরুখ,সালমান ও আমিরকে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মন্দির ও মাজারে নারীদের প্রেবেশ নিষেধ। আর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে ভূমাতা ব্রিগেড নামে একটি সংগঠন। তাদের দীর্ঘ আন্দোলনের ফলে এখন ভারতের অনেক মন্দিরেই প্রবেশ করতে পারছে নারীরা। কিন্তু মাজারে প্রবেশ এখনও নিষিদ্ধ।

এদিকে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছেন মুম্বাইয়ের নারীরা। তাদের টার্গেট মুম্বাইয়ের হাজি আলী দরগা। আজ হাজি আলীতে ঢোকার চেষ্টা করবেন বলে ঘোষণা দিয়েছেন ভূমাতা ব্রিগেড নেত্রী তৃপ্তি দেশাই।

ঐতিহাসিক এ দরগায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এলেও এর গর্ভগৃহের দরজা নারীদের জন্য বরাবরই বন্ধ। সেই নিয়ম ভাঙার লক্ষ্যে আজ হাজি আলী দরগায় প্রবেশের কথা ঘোষণা করেছে এই সংগঠনটি। যদিও অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন হুমকি দিয়েছে, তৃপ্তি দেশাই হাজি আলীর দরগায় ঢোকার চেষ্টা করলেই তার গায়ে কালো কালি মাখানো হবে।

অবশ্য গত সপ্তাহে এক শিবসেনা নেতা হুমকি দেন, তৃপ্তি ও তার দলবল হাজি আলী দরগায় ঢুকতে চাইলে তাদের চটি দিয়ে স্বাগত জানানো হবে।

কিন্তু হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তৃপ্তি। উল্টো জানিয়ে দিয়েছেন, হাজি আলী দরগায় ঢোকার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। ব্রিগেডের দাবি, শাহরুখ খান, সালমান ও আমির খানেরও উচিত নারীদের সমধিকারের দাবিতে তাদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ানো।

আজ ওই দরগায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে চায় ভূমাতা ব্রিগেড। তারপর আগামীকাল ঠিক হবে ভবিষ্যৎ কর্মসূচি।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে