বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৪:৫৭:৪২

ভারতের পার্লামেন্টে সাংসদরা এলেন ঘোড়া ও সাইকেলে চড়ে!

ভারতের পার্লামেন্টে সাংসদরা এলেন ঘোড়া ও সাইকেলে চড়ে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির রাজপথে চলছে দূষণ নিয়ন্ত্রণে অড-ইভেন নিয়ম। তবে এই নিয়মের প্রতিবাদ করতে অভিনব পন্থা নিলেন বিজেপি সাংসদরা। একদিকে সাংসদ রাম প্রসাদ শর্মা যখন পার্লামেন্টে এলেন ঘোড়ায় চেপে, তখন অন্যদিকে মনোজ তিওয়ারি এলেন সাইকেলে চেপে।

পার্লামেন্টে সাংসদ আসছেন সাইকেলে চড়ে। এমন দৃশ্য দেখে তার কারণ জানতে চাওয়া হলে মনোজ তিওয়ারি বলেন, 'আমি অড-ইভেন রুল মেনে চলছি। আমার গাড়ি জোড় নম্বরের আর আজ বিজোড় নম্বরের দিন তাই আমাকে এভাবে আসতে হয়েছে। আমি বলছি না সকলে এটা করুক। তবে যারা ইচ্ছুক তারা আসতেই পারেন।'

অন্যদিকে অরবিন্দ কেজরিলালের অড-ইভেন নীতির প্রতিবাদ জানাতে বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মা আসেন ঘোড়ায় করে। তার সাফাই, তার গাড়ি ইভেন নম্বরের তাই ঘোড়া ছাড়া তার কাছে আর কোনও পথ ছিল না।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে