বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১০:০৮:৫৫

পঙ্গু ছেলেকে বাড়ির অমতে শিক্ষিকার বিয়ে, সঙ্গী পুলিশ

পঙ্গু ছেলেকে বাড়ির অমতে শিক্ষিকার বিয়ে, সঙ্গী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক পক্ষাঘাতগ্রস্ত।  এ কারণে বিয়ে নিয়ে আপত্তি তুলেছিল পাত্রীপক্ষ।  অভিযোগ জানানো হয়েছিল পুলিশেও।  কিন্তু কঠিন প্রেমের সামনে নতজানু পাত্রীপক্ষ।  ।

ছোটবেলা থেকেই কঠিন মাস্ক্যুলার ডিসট্রফি রোগে আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিক হাঁটাচলায় ছেদ পড়েছিল ফোর্ট কোচিনের বাসিন্দা ডিক্সন ডি জেভিয়ারের।  কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কাছে তিনি হার মানতে চাননি।

স্থানীয় রক্ষা স্পেশ্যাল স্কুলে সংগীতের শিক্ষক হিসেবে চাকরি নিয়েছিলেন এ যুবক।  সেখানে প্র্যাক্টিকাল পরীক্ষা দিতে এসে তার সঙ্গে পরিচয় হয় চেরথালা কেভিএম স্পেশ্যাল স্কুলের শিক্ষিকা মিনু মোলের।  ক্রমেই ঘনিষ্ঠতা বাড়লে পরস্পরের প্রেমে পড়েন ডিক্সন-মিনু।

মুশকিল বাধে যখন বাড়িতে সেই সম্পর্কের কথা জানাজানি হয়।  মিনুর আত্মীয়রা কিছুতেই এক পক্ষাঘাতগ্রস্ত যুবকের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হননি।  তারা বোঝানোর চেষ্টা করেন, শারীরিকভাবে অক্ষম যুবককে নিয়ে সারাজীবন তাকে হয়রান হতে হবে।  তারা অন্যত্র মিনুর বিয়ে ঠিক করেন।

বাডি়র লোকের যুক্তি অবশ্য মানতে চাননি মিনু।  শেষ পর্যন্ত ডিক্সনের নামে থানায় অভিযোগ দায়ের করেন মিনুর বাবা-মা।  অভিযুক্তের খোঁজে ডিক্সনের বাড়ি হানা দিয়ে হতবাক হয় পুলিশ।

হুইলচেয়ার আশ্রিত যুবককে দেখে এবং তার প্রতি মিনুর গভীর ভালোবাসার কথা জানতে পেরে উল্টে প্রেমিক যুগলকেই সমর্থন করে পুলিশ।  পুলিশ অফিসাররা মিনু-ডিক্সনের প্রেমের প্রশংসায় মুখর হয়ে ওঠেন।

চার বছর উতাল-পাতাল প্রেমপর্বের পর গত ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।  
২৮, এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে