আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু, প্রথম কোন সাংবাদিক রিপোর্ট করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন? এমন প্রশ্নের মুখে পড়লে সাংবাদিকরাও চিন্তায় পড়বেন। খবর জানিয়েছে ভারতের অন্যতম নিউজ পোর্টাল ইনাডু ইন্ডিয়া।
ইনাডু’র খবর অনুযায়ী, এই প্রশ্নের জবাব রয়েছে ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের কাছে। তিনি যার নাম বললেন, তিনি মনুষ্যকুলের কেউ নন। তাহলে? ওই সাংবাদিক হলেন ত্রেতা যুগে রামায়ণের হনুমান!
২০১৬ সালে সংবাদজগতে সেরাদের পুরস্কৃত করতে এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, সাংবাদিকদের কাজ কখনই খুব সহজ নয়। তারপরই হনুমানের প্রসঙ্গ তোলেন। মহারাষ্ট্রের রাজ্যপাল বলেন, রামায়ণের হনুমান নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত সেই প্রথম কোনও রিপোর্টার নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন বলে মন্তব্য করেন তিনি।
২৯ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস