শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০২:৫৯:১৫

মর্মান্তিক! আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬ শিশু

মর্মান্তিক! আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : একই পরিবার ৬ শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার তাদের মৃতদেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারত উত্তরপ্রদেশের কালি ধাম মন্দিরের কাছে।

জানা গিয়েছে, মোমবাতির আগুন থেকেই বাড়িতে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে গিয়েছিলেন। সেই সময় ওই পরিবারেরই ৬টি শিশু একা বাড়িতে ছিল। সকালবেলা হঠাত্‌ই এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন যে বাড়ির মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন তারা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে ৬টি শিশুর দগ্ধ দেহ মাটিতে পড়ে রয়েছে।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে