আন্তর্জাতিক ডেস্ক : কে এই সুন্দরী, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল? অভিনন্দন, ইনিই কলকাতা মেট্রোরেলের প্রথম মহিলা চালক। এ কথাগুলো লিখে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছিল আসলে তিনি মেট্রোর একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।
ছবিটি ভাইরাল হয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে আসতে শুরু করে ফোন আর ফোন। ওই মহিলাকে পুরস্কারও দিতে চায় অনেক সংস্থা। এ ঘটনায় চূড়ান্ত বিব্রত ও বিরক্ত মেট্রো কর্তৃপক্ষ ওই মহিলাকে চার্জশিট দিলেও তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেয়া হয়নি।
গত বছর অাগস্টে ফেসবুকে পোস্ট করা হয় কলকাতা মেট্রোর গ্রুপ সির স্টাফ মৌমিতা অধিকারীর এই ছবিটি। যেখানে দেখা যাচ্ছে, মেট্রোর চালকের আসনে অ্যাক্সিলেটরে হাত দিয়ে বসে আছেন মৌমিতা।
কোনো মহিলার এমন কৃতিত্বের ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক পড়তে শুরু করে। অনেক সংস্থা মৌমিতাকে পুরস্কার দেয়ার জন্য তার ফোন নম্বরের খোঁজে যোগাযোগ করেন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে। তখনই প্রকাশ্যে আসে আসল ঘটনা।
জানা যায়, ওই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি নোয়াপাড়া কারশেডের স্টক ডিপার্টমেন্টের গ্রুপ ডি স্টাফ। চলন্ত মেট্রোয় মেরামতের কাজ করে থাকেন এই কর্মীরা।
বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনার তদন্তের নির্দেশ দেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু মৌমিতার জবাব, কোনো একসময় ছবিটি তিনি তুলেছিলেন। তার বন্ধু মজা করে ছবিটি পোস্ট করে দিয়েছে। এর পেছনে তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস