শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৬:১৫:১৯

ছিঃ, জুতার তলায় ক্যামেরা লুকিয়ে আইনজীবীর এ কেমন প্রতারণার ফাঁদ!

ছিঃ, জুতার তলায় ক্যামেরা লুকিয়ে আইনজীবীর এ কেমন প্রতারণার ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি যতই উন্নতির দিতেক যাচ্ছে আমাদের সমজের অবস্থা যেন দিনে দিনে আরো অবনতির দিকে ধাবিত হচ্ছে। তার অনেক চিত্রই আমরা ইউটিউব খুললেই দেখতে পাই। অথবা পত্রিকার পাতে হরহামেশায় এমন সংবাদ পাওয়া যায়। যেমন হোটেলের বাথরুমে গোপন ক্যামেরা, শপিং মলের সাজ ঘরে গোপন ক্যামেরা। তবে এবার এমনই একটি ঘটনার সন্ধান পাওয়া গিয়েছে ভারতের দিল্লিতে। তাও আবার এক আইনজীবী ঘটিয়েছেন সেই ঘটনা।

সম্প্রতি দিল্লির একটি শপিং মলে মহিলাদের আশেপাশে অদ্ভুত ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় বছর তিরিশের এক যুবককে। যখনই কোনো মেয়ে বা বিবাহিত মহিলা সামনে দিয়ে যাচ্ছেন যুবকটি অতি যত্নে ও সাবধানে তার ডান পা-টি এগিয়ে দিচ্ছেন। শপিং মলের ক্লোজ সার্কিট ক্যামেরায় পর পর কয়েকবার এই দৃশ্য ধরা পড়ে। এতে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় এবং তারা ওই যুবককে গ্রেফতার করেন। পরে শরীরে খোঁজা খুজির করে দেখা যায় তার জুতোর মধ্যে লাগানো রয়েছে উন্নতমানের গোপন ক্যামেরা।

জুতোয় ক্যামেরা লাগিয়ে অভিনব উপায়ে তরুণীদের আপত্তিকর ভিডিও করছিলেন যুবকটি। তাকে আটক করে জানা যায় তিনি পেশায় একজন আইনজীবী। অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করে উক্ত নারীকে ব্লাক মেইল করে তাদের কেসগুলো নিজের করে নেয়া— এই হল তার ইনকামের পদ্ধতি। আর এভাবেই চলছে এখন নানান পেশার লোকেদের নানান রকমের প্রতারণা। এইরকম অদ্ভুত প্রতারনার ফাঁদ থেকে সতর্ক থাকুন আপনিও।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে