আন্তর্জাতিক ডেস্ক : আইসের আগমনের পর থেকে সিরিয়া যেন মরুভূমিতে পরিণত হয়েছে। অকাতরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এবারও সিরিয়ার আলেপ্পোয় ক্রমবর্ধমান সহিংসতায় অন্তত ২০২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর এই খবরটি দিয়েছেন ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
শুক্রবার এই মানবাধিকার সংগঠনটি জানায়, সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত ৭ দিনের বিমান হামলায় অনন্ত ১৮ শিশুসহ ১২৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে, সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একই সময়ে বিদ্রোহীদের গোলা হামলায় নিহত হয়েছে ১৩ শিশুসহ ৭১ জন। এছাড়াও, সরকারের নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে সরকারি বাহিনীর হালায় তিন শিশুসহ নিহত হয়েছে আরো ৮ জন।
বৃহস্পতিবার আলেপ্পোর একটি হাসপাতালসহ বিভিন্ন টার্গেটে বিমান হামলায় বেশকিছু মানুষ নিহত হওয়ার পর জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই