আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের বার্জেন শহরের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো হেলিকপ্টার। এতে বেশির ভাগ যাত্রীর মৃত্যু হয়েছে৷
কলকাতা২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
শুক্রবার ১৪ জন যাত্রী নিয়ে স্থানীয় বার্জেন শহরের উপকূলের কাছে কপ্টারটি ভেঙে পড়ে৷ সেই মুহূর্তে থাকা বিভিন্ন বোটের যাত্রীরা এ দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন৷
তাদের কাছ থেকেই কপ্টার ভেঙে পড়ার সংবাদ ছড়িয়ে পড়ে৷ কপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ৷
উদ্ধারকাজ শুরু হলেও কপ্টারটির কিছুই অবশিষ্ট নেই৷ কারো বেঁচে থাকার আশা খুবই কম৷
এ খবর জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম৷ দুর্ঘটনার সময় আবহাওয়ার কোনো সমস্যা ছিল না বলে জানানো হয়েছে৷ তবে কি কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে তা জানানো হয়নি।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস