আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া পাশে রয়েছে, পাকিস্তানের এমন আশায় জল ঢেলে পাক সফর নাকচ করে দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন তিনি। মস্কোর সঙ্গে নর্থ-সাউথ পাইপলাইন তৈরির যৌথ প্রজেক্টের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছিল তাকে। কারণ হিসেবে বলা হয়েছে, এই সফরের পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ নেই।
দুই দেশের সাম্প্রতিক সখ্যতা খুব বেশিদিন টিকল না। পাকিস্তান রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছে। এয়ারক্রাফট কেনার জন্য ইতিমধ্যে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়ে ইসলামাবাদ ও মস্কোর আলোচনার জন্য তৈরি হয়েছে উচ্চস্তরের কমিটি। আর সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবেই পুতিনকে আনতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই আশা পূরণ হল না।
দুই দেশের মধ্যে ব্যবসা ও সন্ত্রাস দমন নিয়ে যে গাঁটছড়া আশা করেছিলেন বিশেষজ্ঞরা, তা বোধহয় এখনো সম্ভব হয়নি বলেই মনে করা হচ্ছে।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই