শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৮:৫৫:৩৮

বিমানে যাবে বনের রাজা সিংহ!

 বিমানে যাবে বনের রাজা সিংহ!

আন্তর্জাতিক ডেস্ক : পেরু ও কলম্বিয়ায় সার্কাসে ব্যবহৃত ৩৩টি সিংহ এবার বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।  এই প্রথম এত বেশি সংখ্যক সিংহ বিমানে নেয়া হচ্ছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পেরুতে ২০১১ সালে ও কলম্বিয়ায় ২০১৩ সালে সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার বেআইনি ঘোষণার করা হয়।  পরে বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যানিমেল ডিফেন্ডার্স ইন্টারন্যাশনালের (এডিআই) সহায়তায় পরিচালিত অভিযানে এসব সিংহ উদ্ধার করা হয়।  এসব সিংহ’র বিভিন্ন নামও রয়েছে; যেমন জিউস কিংবা শাকিরা।

এডিআইয়ের প্রেসিডেন্ট জান ক্রিমার বলেন, সার্কাসে কষ্ট ও অত্যাচার শেষে এসব সিংহ নিজদেশ আফ্রিকায় ফিরে যাচ্ছে।  এটি সত্যিই খুব চমকপ্রদ।

তিনি জানান, সার্কাস থেকে এসব সিংহকে আনার পর দেখা গেছে, সবগুলোই অসুস্থ।  প্রয়োজনীয় খাবার না দেয়ায় এদের সবক’টিই অপুষ্টিতে ভুগছিল।

 জান ক্রিমার জানান, সম্প্রতি লিমার উত্তরাঞ্চলে রাখার সময়ে তাদের ভালো খাবার দেয়া হতো।  ফলে এসব সিংহ’র সবগুলোর স্বাস্থ্যই এখন ভালো।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরু থেকে ২৪টি ও কলম্বিয়া থেকে ৯টি সিংহকে মালবাহী বিমানে করে দক্ষিণ আফ্রিকায় নেয়া হচ্ছে।  শনিবার নাগাদ এসব সিংহ’র জোহানেসবার্গে পৌঁছার কথা রয়েছে।  

আগামী অক্টোবরের পর এগুলেোকে দেশটির উত্তরাঞ্চলের ইমোয়া বিগ ক্যাট অভয়াশ্রমে পাঠানো হবে।
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে