আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গি বিমান বিক্রির ক্ষেত্রে কোনো ভর্তুকি দিবে না আমেরিকা। এতে এ সব জঙ্গি বিমান কিনতে চাইলে ইসলামাবাদকে ৭০ কোটি ডলার বাড়তি অর্থ দিতে হবে। অর্থাৎ মূল দামের চেয়ে আড়াইগুণ বেশি দিতে হবে দেশটিকে।
প্রথমে কথা ছিল এ সব বিমান কিনতে পাকিস্তান ২৭ কোটি ডলার দেবে; আর মার্কিন বিদেশি সামরিক অর্থায়ন তহবিল হতে বাকি অর্থের যোগান দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মার্কিন কংগ্রেস এফ-১৬ বিক্রি সংক্রান্ত তহবিল যোগাতে অস্বীকার করায় এ ব্যবস্থা প্রত্যাহার করতে হবে।
এদিকে, এফ-১৬ বিক্রি চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এ সব বিমান পুরোদামে পাকিস্তান কিনবে না। ওয়াশিংটনের পাক দূতাবাসের মুখপাত্র নাদিম হোতিয়ানা বলেছেন, অস্ত্র বিক্রির প্রক্রিয়া বেশ দীর্ঘ কাজেই এ পর্যায়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়ে এসেছে ভারত। এ ছাড়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন কোনো কোনো মার্কিন আইনপ্রণেতা।
অবশ্য পাকিস্তান বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানার স্বার্থে এফ-১৬ জঙ্গি বিমান দেশটির প্রয়োজন।-আইআরআইবি
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই