শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৯:২২:৫২

ওমরাহ করতে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

ওমরাহ করতে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ওমরাহ হজ পালন করতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন বলে স্থানীয় আরব নিউজ পত্রিকাটি জানিয়েছে। নিহতরা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

সৌদি পত্রিকায় বলা হয়েছে, কাবা শরীফে ওমরাহ পালন শেষে পরিবারের সবাইকে নিয়ে নিজ কর্মস্থল আল খোবার শহরে ফিরছিলেন গৃহকর্তা বশির আহমদ মীর (৪০)। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। মক্কা-মদীনা মহাসড়কে পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বশির, তার বাবা মোহাম্মদ সিদ্দিক মীর ও মেয়ে মরিয়ম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বশিরের মা ও তার আরও এক সন্তান। তাদের অবস্থাও গুরুতর।

বশিরের বাড়ি কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বানপোরা রোডে। তিনি সৌদির এক ব্যবসা প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। ওমরাহ হজ পালন করার জন্য এবার তিনি তার পরিবারের সদস্যদের সৌদিতে নিয়ে এসেছিলেন বলে তার এক বন্ধু জানিয়েছে।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে