আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ তুলল প্রতিদ্বন্দ্বী আরেক প্রভাবশালী দেশ ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের নিরাপত্তা বানচাল করার বিষয়ে সৌদি আরবের কয়েক দফা ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, ইরানের নিরাপত্তা বানচালের লক্ষ্যে সৌদি আরব সীমান্তের বাইরে বিপ্লব বিরোধী এবং দুর্বৃত্তদের সমাবেশ ঘটানোর চেষ্টা করেছে কিন্তু তাদের সেসব চেষ্টা সফল হয় নি। আইআরজিসি’র প্রস্তুতি ও তৎপরতার মুখে সৌদি নেতৃত্বাধীন সব ষড়যন্ত্র ভবিষ্যতেও ধুলায় মিশে যাবে বলেও দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন কমান্ডার পাকপুর।
ইরানের উত্তর-পশ্চিম এবং পশ্চিমাঞ্চলে মোতায়েন আইআরজিসি'র ইউনিটগুলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। বিপ্লব বিরোধীদের যেকোনো সন্ত্রাসী তৎপরতার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আইআরজিসি’র পদাতিক বিভাগের এই শীর্ষস্থানীয় কমান্ডার।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস