শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০১:১৯:৫০

জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মশাবাহিত ভয়ঙ্কর ভাইরাস জিকা। এই ভাইরাস নিয়ে পুরো বিশ্বই ছিল আতঙ্কিত। এছাড়া এই ভাইরাসে বিশ্বের বহু দেশে বহু মানুষই আক্রান্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। পুয়ের্তো রিকোতে এই ঘটনা ঘটেছে, দেশটির স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
 
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মশাবাহিত ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে মারা যান। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটিতে জিকা ভাইরাসে আক্রান্ত ৬০০ রোগীর খোঁজ পাওয়া গেছে। এদের মধ্যে ৭৩ জনই গর্ভবতী নারী।
 
যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত করেছে, শিশুজন্মের বড় ধরনের ত্রুটির জন্য এই ভাইরাস দায়ী। কিন্তু এরপরও পুয়ের্তো রিকোর স্বাস্থ্যমন্ত্রী আনা রিয়াস জানিয়েছেন, ইতিমধ্যে জিকা আক্রান্ত ১৪ জন নারী সুস্থ্য শিশুর জন্ম দিয়েছেন। জিকার কারণে হাজারও শিশু অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে বলে সন্দেহ করা হচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দ্বীপটিতে ১৭ জন হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে পাঁচজন সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। জিকার কারণে তারা এই অবস্থার শিকার হয়েছেন বলে ধারণা করা হলেও বিষয়টি প্রমাণিত নয়। মৃত্যুবরণকারী ব্যক্তি গুরুতর থ্রম্বোসাইটপেনিয়া জটিলতায় ভুগছিলেন বলে সিডিসি জানিয়েছে।
 
সিডিসি আরো জানিয়েছে, “যদিও জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল কিন্তু এরপরও পুয়ের্তো রিকোয় এ ভাইরাসের কারণে মৃত্যুর প্রথম ঘটনা ঘটেছে, তাতে অন্যান্য গুরুতর বিষয়কেও প্রাধান্য দেওয়া হয়েছে।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে