শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০৫:৩১:৫৪

আবারো আমেরিকার বিমান বাল্টিক সাগরে প্রতিহত করল রাশিয়া

আবারো আমেরিকার বিমান বাল্টিক সাগরে প্রতিহত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫কে বাল্টিক সাগরের ওপর আবারো প্রতিহত করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান। আমেরিকা দাবি করেছে, গতকাল (শুক্রবার) এ বিমানকে অনিরাপদ এবং অপেশাদারভাবে প্রতিহত করে রুশ বিমান।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল উরবান এক বিবৃতিতে দাবি করেন, একজন পাইলটের অনিরাপদ এবং অপেশাদার তৎপরতা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা উসকে দিতে পারে।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন দাবি করেছে, গতকাল আরসি-১৩৫এ’র ৩০ মিটার বা ১০০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে সুখোই এসইউ-২৭। মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে সুখোই ব্যারেল রোল দিয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। চলতি মাসে বাল্টিক সাগরে এ নিয়ে দ্বিতীয় দফা এ ধরণের ঘটনা ঘটল। প্রতি ক্ষেত্রেই রুশ বিমান আগ্রাসীভাবে উড়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমান পি-৮কে রাশিয়ার দূরপ্রাচ্যে প্রতিহত করেছে মিগ-৩১। সোভিয়েত আমলে তৈরি মিগ-৩১ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক বিমান হিসেবে পরিচিত। এটি পি-৮’র ৫০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে। চলতি মাসের ১৩ তারিখে বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের ওপর দিয়ে রুশ দু’টি সুখোই এসইউ-২৪ বিমান অন্তত ১২ বার চক্কর দিয়েছে। রুশ বিমান দু’টি আক্রমণের ভান করেছে এবং এতে কাছ দিয়ে উড়ে গেছে যে, তাতে পানিতে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।-আইআরআইবি
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে