রবিবার, ০১ মে, ২০১৬, ০২:৫৯:২০

ছলনাময়ী নারীর ছলনায় পড়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যবসায়ী

ছলনাময়ী নারীর ছলনায় পড়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক : ছলনাময়ী নারী ছলনায় ভুলে সোনা ও নগদ মিলিয়ে কয়েক লাখ টাকা খোয়ালেন ভারতের চেন্নাইয়ের এক ব্যবসায়ী। নেশা জাতীয় পানীয় খাইয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা ও সোনার গয়না লুট করলো সেই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর জীবন বীমা নগরের এক হোটেলের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে তামিলনাড়ুর ওই ব্যবসায়ী ব্যবসার কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন। তামিলনাড়ু ফেরার আগে তিনি ৪০ হাজার টাকা দিয়ে ওই ছলনাময়ী নারীকে রাজি করান। এরপরই ঘটে বিপত্তি। সেই রাতে প্রথমে অত্যধিক নেশা জাতীয় পানীয় খাইয়ে তাকে অচৈতন্য করে সেই সুযোগে ওই ব্যবসায়ীর ৩ লাখেরও বেশি টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় সে। জ্ঞান ফিরে আসার পর তিনি বুঝতে পারেন সর্বস্ব লুট হয়েছে তার। হোটেলজুড়ে ওই নারীকে খুঁজতে থাকেন তিনি।

হোটেলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ও হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এর আগে হায়দরাবাদে একাধিক ব্যক্তির টাকা লুট করেছে এই নারী। কোনও ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তাদের সামাজিক হেনস্থার মত অভিযোগের জালে ফাঁসানোর ভয় দেখিয়েছে ওই নারী।

১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে