রবিবার, ০১ মে, ২০১৬, ১০:২৪:৫০

সোমালিয়ায় মসজিদ ধসে ১৫ মুসল্লি নিহত, আহত ৪০

সোমালিয়ায় মসজিদ ধসে ১৫ মুসল্লি নিহত, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সংস্কারাধীন মসজিদ ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় এই ঘটনা ঘটে।

এ সময় মসজিদে শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। ফলে আরো মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পরে থাকতে পারন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় সংস্কার প্রকল্পের সেঙ্গে জড়িত এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

মোগাদিসুর ডেনাইল জেলায় ওই দুর্ঘটনাটি ঘটে বলে সোমালিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে।

স্থানীয় কিছু পত্রিকা বলছে, শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় মসজিদটি ভেঙে পড়েছিল। আবার অন্য পত্রিকাগুলো জানিয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে ব্যক্তি মালিকানধিীন রেডিও শাবেল্লে বলছে, নিহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে