রবিবার, ০১ মে, ২০১৬, ০৫:৪২:৪৯

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ নেয়ার অপরাধে ধরা খেলেন স্পেশাল ব্রাঞ্চের এএসআই

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ নেয়ার অপরাধে ধরা খেলেন স্পেশাল ব্রাঞ্চের এএসআই

আন্তর্জাতিক ডেস্ক : গোপন ক্যামেরায় পুলিশ অফিসারের ঘুষ নেয়ার ভিডিও প্রকাশিত হতেই চারদিকে হৈচৈ পড়ে গিয়েছে। এমন কাজে ঘুষ নেয়ার কথা আমারা প্রায়ই শুনে থাকি। কিন্তু এর কোনো প্রকার সত্যতা পাওয়া যায় না। তবে এবার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ নেয়ার একটি ভিডিও করতে সক্ষম হন ভারতের শিলিগুড়ির এক যুবক। ( স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ ইনাডু ইন্ডিয়া যাচাই করেনি) এমনিতেই নারদ স্টিং অপারেশন ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।

আর এবার শিলিগুড়িতে স্টিং-য়ের ফাঁদে পড়লেন শিলিগুড়ির স্পেশাল ব্রাঞ্চের ASI অমিয় আচার্য। পাসপোর্ট ভেরিফিকেশন বাবদ পুলিশকে দু’হাজার টাকা দেয়ার ফুটেজের ঘটনা প্রকাশ পেতেই চারদিকে হৈচৈ পরে গিয়েছে। স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিলিগুড়ি থানার পুলিশ অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও দায়ের করেছে।

শিলিগুড়ির সুকনার বাসিন্দা শৈলেশ প্রাধান। সৌদি আরবে কাজ করতে যাবেন বলে মাস তিনেক আগে পাসপোর্টের জন্য আবেদন করেন। নিয়মমতো আবেদনকারী যে এলাকায় থাকেন সেখানে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের খোঁজখবর নেয়ার জন্য পাঠান। এক্ষেত্রে শৈলেশের আবেদনের ভিত্তিতে সেটি পরীক্ষা করে রিপোর্ট দেয়ার দায়িত্ব পড়ে ASI অমিয় আচার্যের উপর।

শৈলেশের অভিযোগ, এরপরই অমির আচার্য ২০০০ টাকা চান। কেন দরকার টাকার? এর উত্তরে ওই পুলিশ অফিসার শৈলেশকে জানায়, “টাকা না দিলে পাসপোর্ট হবে না। ফাইলবন্দি হয়ে থাকবে সকল আবেদন।” এরপরই স্টিং এর কথা ভাবেন ওই যুবক। পুলিস অফিসারের সঙ্গে তার সমস্ত কথাবার্তা গোপনভাবে ক্যামেরাবন্দি করেন তিনি। শিলিগুড়ির কোর্ট মোড়ে SB অফিসে গিয়ে টাকা দেয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেন তিনি।

তার এই কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলেও। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, “গুরুতর অভিযোগ। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং ওই অফিসারকে আপাতত দায়িত্ব থেকে সরানো হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই এর জন্য পরীক্ষায় পাঠানো হয়েছে।”ওই যুবকও প্রধাননগর থানায় অমিয় আচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে