রবিবার, ০১ মে, ২০১৬, ০৯:২৩:৩০

নওয়াজকে পদত্যাগের আহ্বান জানালেন বিলওয়াল ভুট্টো

নওয়াজকে পদত্যাগের আহ্বান জানালেন বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো পানামা পেপার্স নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

নওয়াজের উদ্দেশ্যে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইস্তফা দিন এবং নির্দোষ প্রমাণিত হলে আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ফিরে আসবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে এক জনসভায় এ জনসভায় এ কথা বলেন তিনি।

এ ছাড়া, তিনি আরো বলেন, তার ভাষায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু নওয়াজের পতনের জন্য জনগণ এবং নিজ দলের সমর্থকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

কর ফাঁকি দিয়ে বিদেশ অর্থ জমা রেখেছেন বলে পানামা পেপার্সে ছেলে এবং মেয়েরসহ ২২০ পাকিস্তানির নাম প্রকাশিত হওয়ার পর প্রচণ্ড চাপের মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে