আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার সময় মুসলিম লিগের সাম্প্রদায়িকতার কারণেই ভারত ভাগ হয়েছিল এবং সাত দশক পরে সেই ভয়ানক স্মৃতিই আবার ফিরিয়ে আনতে চলেছে বিজেপি-আরএসএস। এক দলীয় কর্মীসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী তথা কংগ্রেসের কার্যকরী সভার স্থায়ী সদস্য মোহাসিনা কিদওয়াহ।
সঙ্ঘ পরিবারের প্রতি কংগ্রেস নেত্রী মোহাসিনার অভিযোগ, ভারতে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর পাশাপাশি বিভেদের রাজনীতি করছে আরএসএস। মুসলিম লিগ এবং সঙ্ঘ পরিবার একই মুদ্রার দুই পীঠ বলেও দাবি করেছেন তিনি। ভীম জ্যোতি যাত্রার শেষে দলীয় কর্মীসভায় তিনি বলেছেন, ‘১৯৪৭ সালে মোহাম্মদ আলি জিন্নাহর মুসলিম লিগের জন্যেই দেশভাগ হয়েছিল। বর্তমানে আরএসএসেরও প্রধান লক্ষ্য হচ্ছে ধর্ম ও জাতের ভিত্তিতে দেশকে গড়ে তোলা।’
২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস