সোমবার, ০২ মে, ২০১৬, ০৫:২৩:২৬

পাকিস্তানের সর্বাধুনিক যুদ্ধবিমান তৈরী হচ্ছে

পাকিস্তানের সর্বাধুনিক যুদ্ধবিমান তৈরী হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:  আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান বিমানসেনা। পাকিস্তান এবং চিন যৌথভাবে নতুন জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরি শুরু করেছে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই এই যুদ্ধ বিমান পাক বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে।  চেয়েনংডু অ্যারোস্পেস কর্পোরেশনে জেএফ-১৭বি যুদ্ধবিমান তৈরির কাজ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে পাকিস্তান এবং চিন। চলতি বছরের শেষ নাগাদ প্রথম এটি আকাশে উড়বে বলে পাক বিমানসেনা তরফে জানানো হয়েছে।
দুই আসনের এই বিমান বিমানসেনার প্রশিক্ষণ মান এবং অভিযান সক্ষমতাকে আরও বাড়াবে বলে জানিয়েছেন পাক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইকবাল। জেএফ-১৭ নির্মাণে সহযোগিতার জন্য চিনকে ধন্যবাদও জানান তিনি।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে চিন ও পাকিস্তান প্রথম যৌথভাবে নির্মাণ শুরু করে এক আসনের যুদ্ধ বিমান জেএফ-১৭ থান্ডার। এই বিমান প্রথম আকাশে উড়েছিল ২০০৩ সালে। ২০১৩ সালে এই বিমানের উন্নত সংস্করণ তৈরি করা হয়। পাকিস্তান এয়ারফোর্সের পুরনো বিমান বহরের স্থলাভিষিক্ত হবে নতুন জেএফ-১৭। এই বিমান একেবারে আড়াইশ থেকে তিনশ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।-কলকাতা

২ মে ২০১৬/এমটি নিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে