আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে বরযাত্রার ট্রাকে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। রবিবার রাতে তেলেঙ্গানার মেদাক জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় আহত আরও ১৫ জনকে হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এনআইএমএস) এবং যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।
বিদ্যুৎবাহী তারটি ট্রাকের পেছন দিকে বসে থাকা লোকজনের ওপর পড়ে। বিয়ের অনুষ্ঠান শেষে কামারেড্ডি থেকে তারা নিজামাবাদে ফিরছিলেন।
০২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস