আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনকে সামনে রেথে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিভিন্ন ধরণের খবর প্রকাশ করছে। কোন কোন গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কে মজার ও উদ্ভট তথ্যও প্রচার করছে। এবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার সম্পর্কে মজার ও উদ্ভট একটি তথ্য জেনে নিই৷
দুই বছর ধরে গবেষণা শেষে ২০১২ সালে অ্যানসেস্ট্রি ডটকম জানায়, ওবামা সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান দাস জন পাঞ্চ-এর ১১তম ‘গ্রেট-গ্র্যান্ডসান’৷ ১৬ শতকের শুরুতে দাস হিসেবে অ্যামেরিকায় গিয়েছিলেন পাঞ্চ৷ এরপর মালিকের কাছ থেকে পালানোর চেষ্টা করেন তিনি৷ এর শাস্তি হিসেবে তাঁকে আজীবন দাসত্ব করতে বাধ্য করা হয়৷ ফলে পাঞ্চই অ্যামেরিকার প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত আফ্রিকান ক্রীতদাস৷
০২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস