সোমবার, ০২ মে, ২০১৬, ১২:৩২:৩২

মিষ্টি খেয়ে ৩০ জনের মৃত্যু

মিষ্টি খেয়ে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিষ্টি অেনেকরই খুব পছন্দের খাবার। বয়সকালে এই মিষ্টি ভালোবাসেন না এমন সংখ্যা খুবই কম। তবে এই মিষ্টি কখনো কখনো বিষও হয়ে উঠে। আর তেমনই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে।

জানা গেছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে ৫ শিশুসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। রোববার পাঞ্জাব পুলিশ প্রধান মুহাম্মদ আলী জিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ১৭ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামে এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। ওই ব্যক্তিসহ গুরুতর অসুস্থ হন আরো ৭৭ জন। পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। বর্তমানে আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আখতার বলেন, মিষ্টির দোকানের দুই মালিক এবং এক কর্মকর্তাকে ঘটনার পরেই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে। কেমিকেল পরীক্ষা করে দেখা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই ৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট ৫২ জন ওই মিষ্টি খেয়েছিলো। পুলিশ তদন্ত করছে কি প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করা হয়েছিলো।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে