আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ইরানের সম্পদ জব্দ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে পারস্য উপসাগরে মার্কিন কার্গো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ইরানের প্রভাবশালী পত্রিকা 'কেইহান'। আমেরিকায় ইরানি সম্পদ জব্দ করার মতো তৎপরতা বন্ধ করার বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে তেহরান চিঠি লেখার একদিন পর কেইহান এ পরামর্শ দিল। রেডিও তাহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
চিঠির জবাবে জাতিসংঘ বলেছে, শুধুমাত্র দু পক্ষ আবেদন করলেই বিষয়টিতে তারা হস্তক্ষেপ করতে পারে। এ প্রসঙ্গে ইরানি পত্রিকা কেইহান বলেছে, “সম্ভবত জাতিসংঘ বিষয়টি জানে না যে, এই ‘শর্তই’ যত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে বিশ্ব সংস্থাটি আশা করে- যে আমেরিকা ইরানের সম্পদ চুরি করেছে আবার তারাই জাতিসংঘের কাছে বিচার চাইবে?”
পত্রিকাটি বলেছে, মার্কিন এক কর্মকর্তা পরিষ্কার করে বলেছেন, ওয়াশিংটন বিষয়টি নিয়ে জাতিসংঘে যাবে না। মার্কিন এই আচরণকে আলজেরিয়া চুক্তির লঙ্ঘন বলেও উল্লেখ করেছে কেইহান। ১৯৮১ সালে সই হওয়া ওই চুক্তিতে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল যে, আটক করা ইরানের সম্পদ অবমুক্ত করা হবে।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই