আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দুঃসংবাদ, টার্গেট করা অঞ্চলে বিস্ফোরণ ঘটাতে চালকবিহীন গাড়ি বানাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। অন্যরকম ধাঁচে চালকহীন গাড়ি তৈরির চেষ্টা শুরু করেছে তারা।
পরিকল্পনা সফল হলে জনবহুল অঞ্চলে বিস্ফোরণ ঘটানোর কাজে এ গাড়ি ব্যবহার করা হবে।
ন্যাটোর বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার রাকা শহরে আইএসের সদর দফতরে অন্য ধাঁচে গাড়ি তৈরি করার জন্য গবেষণা শুরু হয়েছে। যদি এ গবেষণা সফল হয়, তাহলে ব্রিটেনসহ গোটা ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপদ আসন্ন।
এবিপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
আগামী কয়েক বছরের মধ্যেই ব্রিটেনের রাস্তায় কয়েক হাজার মানবহীন গাড়ি চলতে শুরু করবে। জঙ্গিরা এরই সুযোগ নিয়ে নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে বিস্ফোরক-বোঝাই গাড়ির মাধ্যমে নাশকতা চালাতে পারে।
ন্যাটোর এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, রাকায় যেখানে আইএস জঙ্গিরা এতদিন বোমা তৈরি করত, এখন সেখানেই চালকহীন গাড়ি তৈরির চেষ্টা শুরু করেছে। ন্যাটো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আইএসের এ চেষ্টা অত্যন্ত বিপজ্জনক।
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক আগেই বলেছিল, চালকবিহীন গাড়িকে অপরাধীরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। সে কথাই প্রমাণ করতে যাচ্ছে আইএস।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম