আন্তর্জাতিক ডেস্ক : ফুলশয্যার রাতেই নিজের কিনে আনা ইনভার্টারে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু হলো বরের। দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সুদনিপুর গ্রামে।
বিয়ের পর নববধূ যাতে লোডশেডিংয়ের সময় কষ্ট না পায়, সে জন্য নিজেই বিয়ের দিন সকালে ইনভার্টার কিনে এনেছিলেন মুকেশ।
কিন্তু কে জানত সেই ইনভার্টারই প্রাণঘাতী হয়ে উঠবে! এ খবর দিয়েছে এবিপি।
ফুলশয্যার রাতে যথারীতি লোডশেডিং হয়। স্ত্রীকে আরামে রাখার জন্য কিনে আনা ইনভার্টার চালাতে যান মুকেশ।
কিন্তু সেটা করতে গিয়েই শক খান তিনি। তার তীব্রতা এতই মারাত্মক ছিল যে, ঘটনাস্থলেই মুকেশের মৃত্যু হয়।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম