আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক যোগ সংগঠন ‘আর্ট অফ লিভিং’ ও ভারতের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর সোমবার দেশটির টুইটার ট্রেন্ড তালিকায় শীর্ষে ছিলেন। ‘শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন’ দাবি করা বক্তব্য দিয়েই তিনি ছিলেন ট্রেন্ড তালিকায়। শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাইয়ের সমালোচনাও করেন শ্রী শ্রী রবি শংকর।
৫৯ বছর বয়সী এই আধ্যাত্মিক গুরু দ্য ডেকান ক্রনিকলকে বলেন, আমাকে শান্তিতে নোবেল পুরস্কার নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমি কাজে বিশ্বাসী, কাজের জন্য সম্মানে নয়। যাদের সম্মান প্রাপ্য তাদেরকেই শুধু দেওয়া উচিত। মালালা ইউসুফজাইকে এ সম্মান দেওয়ার ঘোর বিরোধী আমি। কারণ এটা কোনও কাজের না।
ভারতের মহারাষ্ট্রের খরা কবলিত এলাকা লাতুর সফরে রোববার এসব কথা বলেন তিনি। তার প্রতিষ্ঠিত আর্ট অব লিবিং ফাউন্ডেশন ওই এলাকায় কৃষকদের সেচ কাজে সহযোগিতা করছে।
উল্লেখ্য, গত মাসেও পণ্ডিত রবি শংকর আলোচনায় এসেছিলেন ইসলামিক স্টেট (আইএস)-কে শান্তি আলোচনায় বসার আহ্বান জানানোর কথা বলে। তবে আইএস তাকে মাথাবিহীন একটি ছবি পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব উড়িয়ে দেয়। রবি শংকর পরে জানান, আইএস শান্তি আলোচনা চায় না, তাদেরকে সামরিকভাবেই মোকাবেলা করা উচিত।
৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস