মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০২:৫৪:০৭

প্রচণ্ড গরমে ১৭৮ জনের মৃত্যু

প্রচণ্ড গরমে ১৭৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : স্মরণকালের ভয়াবহ দাবদাহ চলছে ভারতে। দেশটির তেলেঙ্গনা প্রদেশে দাবদাহে এ পর্যন্ত ১৭৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৪৩। কিন্তু গত কয়েকদিনে রেকর্ড পরিমাণ তাপমাত্রার কারণে নালগোন্ডা জেলায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নালগোন্ডা জেলায় দাবদাহের কারণে এ পর্যন্ত ৫৩ জন এবং মাহাবুব নগরে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

রামাগুন্ডামে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রী সেলসিয়াস। তবে প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে