আন্তর্জাতিক ডেস্ক : তীব্র দহন থেকে রেহাই কবে? অপেক্ষায় কলকাতাবাসী। যেমন প্রখর রোদ, তেমন আদ্রতা বাতাসে। কলকাতা সহ গোটা রাজ্যে তীব্র দাবদাহে রেহাই নেই মানুষের। কাঠফাটা গরমের মধ্যেই এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
বজ্রগর্ভ মেঘ থেকে আজ বিকেলেই ঝড়-বৃষ্টি হতে পারে শহরে। জানিয়েছে আবহাওয়া অফিস। আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সন্ধেবেলাতেই জানতে পারবেন শেষ পর্যন্ত বৃষ্টি নেমে স্বস্তি দিল কিনা মানুষকে।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন