আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বাল্টিক সাগর অঞ্চলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের আশা করছে আমেরিকা। বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৭ মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’র গতিরোধ করার কয়েকদিনের মধ্যে এ কথা বললেন তিনি।
গত শুক্রবার মার্কিন বিমানের প্রায় ৩০ মিটারের মধ্যে এসেছিল রুশ যুদ্ধবিমান এবং এ সময় মার্কিন বিমানের ওপর দিয়ে ব্যারেল রোলও দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় দফা এমন ঘটনা ঘটল।
রিচার্ডসন মনে করেন, হিসাবের ভুলের কারণে এ জাতীয় ঘটনা ঘটেছে এবং বাল্টিক অঞ্চলে দু’পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তা তুলে ধরছে। নৌবাহিনীর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালে যে নৌ চুক্তি করেছিল তা মেনে চলার জন্যও রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনাবলীর মধ্যদিয়ে রাশিয়া আগ্রাসী মনোভাব দেখায় নি বলে স্বীকার করেন রিচার্ডসন। তিনি মনে করছেন, এ ধরনের ঘটনার মধ্যদিয়ে রাশিয়া কোনো বার্তা দিতে চাইছে।-আইআরআইবি
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই