বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৩:২৫:১৩

ট্রাম্পের পথ পরিষ্কার, সরে দাঁড়ালেন প্রতিপক্ষ ক্রুজ

ট্রাম্পের পথ পরিষ্কার, সরে দাঁড়ালেন প্রতিপক্ষ ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ের পথটা কার্যত পরিষ্কার হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের। ভোটের লড়াই থেকে একেবারে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির অন্য প্রার্থী টেড ক্রুজ। যদিও ট্রাম্পকেই দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া নিয়ে ইতিমধ্যেই কার্যত দু’টি শিবিরে ভাগ হয়ে গিয়েছে রিপাবলিকান পার্টি।

উল্লেখ্য, পেশায় ব্যাবসায়ী ট্রাম্পের রাজনীতিতে কোন অভিজ্ঞতাই নেই। তবুও যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বলা হয় নিজের সম্পর্কে প্রচার তিনি খুব ভালভাবে করেন। তাই পাচ্ছেন সেলেব্রিটির মতো মনোযোগ। তবে সেই মনোযোগের সবটাই সুখের নয়।

কিছুদিন আগে মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা উচিত এমন বক্তব্য দিয়ে হাততালি যেমন পেয়েছেন আবার ব্যাপক সমালোচিতও হয়েছেন। তবে ব্যবসায়ী থেকে রাজনীতিতে প্রত্যর্পণ করা ট্রাম্প এখন বিশ্বব্যাপী আলোচিত ও বিতর্কিত একটি নাম।

৫ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে