বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৬:৩৯:০৬

ক্ষুধার্ত মানুষের চুরি করা কোনো অপরাধ নয়!

ক্ষুধার্ত মানুষের চুরি করা কোনো অপরাধ নয়!

আন্তর্জাতিক ডেস্ক : এক আদেশে ইতালির উচ্চ আদালত জানিয়ে দিয়েছেন, ক্ষুধার্ত মানুষ খুব কম পরিমাণ খাবার চুরি করলে কোনো অপরাধ হবে না বা ক্ষুধা নিবৃত্ত করতেই চুরি করেছে প্রমাণিত হলে তাকে কোনোভাবেই শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য করা যাবে না।

ইতালির রোমান অসত্রিয়াকোভ নামে এক ক্ষুধার্ত মানুষ একটি সুপারশপ থেকে মাত্র সাড়ে ৪ ডলার মূল্যমানের পনির ও সসেজ চুরির অপরাধের মামলায় এ রায় দেন বিচারক। এখবর জানিয়েছে বিবিসি।

খবরানুযায়ী জানা যায়, অসত্রিয়াকোভ একজন ইউক্রেনীয় বাস্তুহারা মানুষ। ক্ষুধার তাড়নায় তিনি সামান্য খাবার চুরি করেছিলেন। ঘটনাটি ২০১১ সালের। একজন ক্রেতা ওই খাবার চুরির দৃশ্য দেখে ফেলেন এবং কর্তৃপক্ষকে জানান। অসত্রিয়াকোভ পনির ও সসেজ পকেটে ভরে বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু দাম দিয়েছিলেন শুধু এক টুকরো রুটির।

আদালত বলেছেন, তিনি ক্ষুধা নিবৃত্তির জন্যই ওইটুকু খাবার চুরি করেছিলেন। সুতরাং একে অপরাধ বলা যাবে না। ওই চুরির জন্য ২০১৫ সালে তাকে আদালতে অভিযুক্ত করা হয়। সেই সঙ্গে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ ইউরো জরিমানা করা হয়। অবশেষে ২০১৬ সালের এসে উচ্চ আদালত তাকে নির্দোষ ঘোষণা দিয়ে বেকসুর খালাস করে দিলেন।
৫ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে