আন্তর্জাতিক ডেস্ক : নিজের সংসদ এলাকাতেই অস্বস্তিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১ মে বারাণসীতে পাঁচজন মাঝিকে নৌকা দিয়ে তিনি বলেছিলেন, ‘অব আয়েগা মাঝি ভাইওকা অচ্ছে দিন।’ কিন্তু সাত দিন যেতে না যেতেই স্বপ্নভঙ্গ মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর নৌকাচালকদের।
প্রধানমন্ত্রীর দেওয়া সৌরশক্তিচালিত নৌকার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে এই এক সপ্তাহেই। চার্জ দেওয়ার উপায় নেই। ফলে পুরনো দাঁড়ে টানা পদ্ধতিতেই ফিরতে হয়েছে তাঁদের।
আপাতত সেই ‘অচ্ছে দিন’ অতীত। ব্যাটারি শেষ হয়ে যাওয়া নৌকাগুলিতে চার্জ দেওয়ারও কোনও ব্যবস্থা নেই। নেই কোনও ‘চার্জিং পয়েন্ট’ও। সুরত সাইনি নামে এক মাঝি বলেছেন, ‘এক সপ্তাহেও ঘাটে তৈরি হয়নি চার্জ দেওয়ার ব্যবস্থা। নৌকার মাথায় সৌর প্যানেল লাগানোর কথা থাকলেও তা হয়নি।’
বারাণসীতে বিজেপি’র মুখপাত্র অশোক কুমার পাণ্ডের আশ্বাস, ‘চার্জিং পয়েন্ট তৈরির কাজ চলছে।’
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম