আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে বড় ধরণের হামলার ছক কষছে দাউদ ইব্রাহিম। আর এজন্য আকর্ষণীয় ও লোভনীয় টোপ ফেলেছন মাফিয়া এই ডন। ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তাদের ধর্মীয় সংগঠন আরএসএস ও বজরং দল নেতাদের খুন করতে দাউদ অফার করেছিল, মোটা অঙ্কের টাকা এবং দক্ষিণ আফ্রিকায় ভাল চাকরি।
মোদি সরকারকে বিপাকে ফেলতে গির্জাগুলিতে হামলারও মতলব করা হয়েছিল। আমদাবাদের এক আদালতে দাখিল করা চার্জশিটে ডি কোম্পানির ১০ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করেছে এনআইএ।
তাদের দাবি, এই ১০জন দেশে অস্থিরতা তৈরির বড়সড় প্ল্যান কষেছিল। এই ছকের অংশ হিসেবেই গত বছর গুজরাতের দুই বিজেপি নেতা ভারুচ শিরিষ বাঙ্গালি ও প্রগনেশ মিস্ত্রিকে এরা গুলি করে খুন করে।
এনআইএ বলেছে, স্থানীয় যে সব অপরাধীদের দেশে অস্থিরতা ছড়ানোর কাজে নিয়োগ করা হয়েছিল, তাদের বলা হয়েছিল, ফাঁকা মদের বোতল দিয়ে পেট্রোল বোমা তৈরি করে গির্জাগুলিতে ছুঁড়ে মারতে। এতে দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা যেত। এ জন্য দাউদ সহযোগী জাভেদ চিকনার মাধ্যমে হাওয়ালা দিয়ে দুবাই থেকে গুজরাতে পৌঁছেছিল ৫০ লাখ টাকা।
মুম্বই ও সুরাতে বন্দুকের ব্যবস্থা করা হয়েছিল। দুই বিজেপি নেতার খুনিদের পারিতোষিক দেওয়া হয়েছিল ৫ লাখ করে। ১৫জন নেতার খুনের তালিকাও অভিযুক্তরা তৈরি করেছিল বলে এনআইএ দাবি করেছে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম