আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রদ্রিগো দুতের্তে। দুতের্তের মুখপাত্র বলেছেন নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিনি দেশটিতে কঠোরভাবে অপরাধ দমন করতে সম্ভব হবেন।
যদিও সরকারি ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি তবে মি: দুতের্তে অনেক ভোটে এগিয়ে রয়েছেন জেনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মার রক্সাস পরাজয় মেনে নিয়েছেন।
৭১ বছর বয়সী এই নেতা তার নির্বাচনী প্রচারণায় বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। দাভাও শহরে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় শহরটির অপরাধ দমনে রদ্রিগো দুতের্তে ব্যাপক ভূমিকা পালন করেন।-বিবিসি
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই