মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ১১:০৫:৪৭

মার্কিন জাহাজ ডুবিয়ে দেয়া হবে : ইরানি কমান্ডার

মার্কিন জাহাজ ডুবিয়ে দেয়া হবে : ইরানি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, তার দেশের জন্য সামান্যতম হুমকি সৃষ্টি করলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে। তিনি বলেন, “পারস্য উপসাগরের যেখানে তাকাবে সেখানেই আমাদেরকে দেখবে আমেরিকা।

কমান্ডার আলী ফাদাভি আরো বলেছেন, “আমেরিকা জানে যে- পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে যদি তারা সামান্যতম ভুল করে তাহলে তাদের যুদ্ধজাহাজ আমরা ডুবিয়ে দেব।” এ সময় তিনি ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরে বলেন, “আমাদের হাতে রয়েছে ভূমি থেকে সমুদ্রে এবং জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আর এই অস্ত্রগুলো ভূগর্ভে রাখা আছে।”

কমান্ডার আলী ফাদাভি জানান, ইরানের হাতে যে স্পিডবোট রয়েছে তা প্রতি ঘণ্টায় ৮০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে পারে যা মার্কিন স্পিডবোটের তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন। তিনি জানান, বর্তমানে পারস্য উপসাগরে ৬০টি বিদেশি যুদ্ধযান রয়েছে যেগুলোর বেশিরভাগই আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের। প্রতি মুহূর্তে ইরান এসব যানের ওপর নজর রাখছে।
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে