বুধবার, ১১ মে, ২০১৬, ০৫:৩২:১২

ফেসবুক সম্পর্কে কিছু অজানা মজার তথ্য

ফেসবুক সম্পর্কে কিছু অজানা মজার তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান। সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না।

২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন।

ফেসবুকের নাম যখন শুরুতে `দ্য ফেসবুক` ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।

ফেসবুকের ইউআরএলের শেষে /4 লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। (www.facebook.com/4)

আপনি যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার থাকতে হবে আপনার পকেটে!

ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন!

বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি!

মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না! -জাগো নিউজ

১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে