আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি বিতর্কিত পানি সীমায় প্রবেশ করেছে একটি যুদ্ধ জাহাজ। ওই এলাকায় চীনের কৃত্রিম দ্বীপের পাশ দিয়ে রণতরীটি নিয়ে গেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। এই ঘটনাকে 'যাতায়াতের স্বাধীনতা' বলে বর্ণনা করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন, বৃহস্পতিবার বিরোধপূর্ণ ফায়ারি ক্রস রিফের কাছাকাছি চলে যায় তাদের যুদ্ধ জাহাজ ইউএসএস উইলিয়াস পি. লরেন্স।
যুক্তরাষ্ট্রের এই আচরণে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। একে তারা বেআইনি ও আঞ্চলিক শান্তি বিনষ্টকারী বলে হুঁশিয়ার করেছে।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই চীনের বিরোধ চলছে। সম্পূর্ণ দক্ষিণ চীন সাগরকেই নিজের বলে দাবি করে আসছে বেইজিং। মালিকানা নিয়ে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সঙ্গে বিরোধ চলছে দেশটির।
ফায়ারি ক্রস রিফকে কৃত্রিম দ্বীপে পরিণত করেছে চীন। সেখানে ভবন নির্মাণসহ বিমান ওঠা নামার জন্য রানওয়ে তৈরি করেছে দেশটি।
চীনের দাবি, বেসামরিক কাজে ব্যবহারের জন্য স্থাপনা তৈরি করা হচ্ছে দ্বীপটিতে। তবে এসব স্থাপনা সামরিক কাজেও ব্যবহার করা যেতে পারে বলে আশঙ্কা করছে প্রতিবেশী দেশগুলো।
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস