আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য কোনটা সঠিক পদক্ষেপ তা ইরানই ঠিক করবে।
ইরানের এ কর্মকর্তা বলেন, নিজেকে রক্ষা জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান যেখানে যা প্রয়োজন সেখানে তাই করবে। সে ক্ষেত্রে কোনো দেশ বা আন্তর্জাতিক কোনো সংস্থার অনুমতি নেবে না তেহরান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উস্কানিমূলক এবং এর ফলে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। তার এ বক্তব্যের পর আলী আকবর বেলায়েতি এসব কথা বললেন।
জাতিসংঘের ওই প্রস্তাবে বলা হয়েছিল- ইরান এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে না যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ইরান বলছে, যেসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে তা পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো নিয়মের লঙ্ঘন হচ্ছে না।-প্যারিস টুডে
১১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই