আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনুগামী রয়েছেন ভারতেও৷ বুধবার নয়াদিল্লির যন্তরমন্তরে হিন্দু দেবদেবীর বিগ্রহের পাশে ট্রাম্পের ছবি একাসনে বসিয়ে যজ্ঞ করেন হিন্দু সেনা নামের একটি সংগঠনের সদস্যরা৷ তারা জানিয়েছেন, যজ্ঞ করে ঈশ্বরের কাছে তারা ট্রাম্পের জয়ের জন্য প্রার্থনা করেছেন৷
ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ও রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্পের মধ্যে আমেরিকায় এখন জোর টক্কর চলছে৷ উভয়পক্ষই জয়ের ব্যাপারে সমান আশাবাদী৷ এখন প্রশ্ন হল, ট্রাম্পের জয়ের জন্য ভারতে প্রার্থনা কেন? রাজধানীর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার প্রতিটি নির্বাচনী জনসভায় মুসলিমদের দেশছাড়া করার কথা বলেন৷
তিনি বলেন, ক্ষমতায় এলেই তিনি আমেরিকা থেকে সমস্ত মুসলিম শরণার্থীদের তাড়িয়ে ছাড়বেন৷ ট্রাম্পের এই রাজনৈতিক মতাদর্শই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলির কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে৷
হিন্দু সেনা ন্যাশনালিস্ট গ্রুপের প্রধান বিষ্ণু গুপ্তা বলেছেন, গোটা দুনিয়া এখন মুসলিম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এককাট্টা৷ ভারতও আইএস জঙ্গিদের হাত থেকে সুরক্ষিত নয়৷ একমাত্র ট্রাম্পই পারেন মানবতাকে রক্ষা করতে৷
১২ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস