আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সাবেক একজন ইমামকে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর সমর্থক বলার কারণে চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ জন্য তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।
প্রায় তিন সপ্তাহ আগে লন্ডনের মেয়র নির্বাচনের প্রচারণা চলার সময় তিনি সাবেক ইমাম সুলায়মান গানিকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। গানি তাকে আইএস সমর্থক বলার অভিযোগে আইনি লড়াইয়ে যাবার হুশিয়ারি দিয়েছিলেন।
এতে বেশ চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পরে তিনি অনেকটা নিরুপায় হয়েই ওই মন্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চান।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম