আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় টিকে থাকতে সম্ভাব্য সব চেষ্টাই করেছেন তিনি। কিন্তু প্রতিটি পদে পদে হোঁচট খেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের। ফলে পদ রক্ষায় শেষ চেষ্টাও সফল হয়নি তার। অভিশংসন বাতিলে সুপ্রিম কোর্টে করা তার আবেদনটিও বাতিল করে দিয়েছে আদালত।
এদিকে আজ দেশটির উচ্চকক্ষ সিনেটে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলা বিতর্কে দিলমা রৌসেফকে অভিশংসনের সম্মুখীন করানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সিনেটর। অধিবেশনে উপস্থিত ৭০জন সিনেটরের মধ্যে অন্তত ৩৫ জন বিতর্কে অংশ নিয়ে দিলমা রৌসেফকে অভিশংসনের সম্মুখীন করানোর পক্ষে মত দিয়েছেন।
ফলে আজ দেশটির সিনেটে অভিশংসনের বিষয়ে ভোট গ্রহণ হবে। আর এই ভোটে বেশিরভাগ সিনেট সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে দিলমা রৌসেফ স্বাভাবিকভাবেই পদ থেকে ১৮০ দিনের জন্য অভিশংসিত হবেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মিশেল টিমার ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেনট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যেই সিনেটে চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ শোনানির পর দুই তৃতীয়াংশ সিনেটর অভিশংসনের পক্ষে ভোট দিলে স্থায়ীভাবে অভিশংসিত হবেন দিলমা রৌসেফ। তবে এ জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এদিকে রৌসেফের অভিশংসন প্রক্রিয়া বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। এ সময় ব্রাজিলের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর আগে সোমবার অভিশংসন নিয়ে ১৭ এপ্রিলের নিম্নকক্ষের ভোটকে নাকচ করে দেন দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদির মারানহাও। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবার তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলেন। সিনেটে এ বিষয়ে ভোটের আহ্বান জানানো হয়।
দেশের ক্রমবর্ধমান ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার, ২০১৪ সালের নির্বাচনী রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহাসহ নানা অভিযোগ ছিল দিলমা রৌসেফের বিরুদ্ধে, আর তাই পুনরায় নির্বাচিত হবার দেড় বছরের মধ্যেই সংকটে পড়তে হয় তাকে।
১২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম