আন্তর্জাতিক ডেস্ক : সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর ছোট ছেলের স্ত্রী মানেকাকেই রাজনীতিতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু মানেকা সেইসব লোকজনদের সঙ্গে মিশতেন, যারা রাজীব গান্ধীর বিপক্ষে ছিলেন।
যদিও সোনিয়াকেই বেশি ভালোবাসতেন তবু সঞ্জয়ের মৃত্যুর পর মানেকাকেই কাছে টেনে নিতে চেয়েছিলেন তিনি। সদ্য প্রকাশিত একটি বইতে এমনটাই লিখেছেন, ইন্দিরা গান্ধীর পার্সোনাল ফিজিশিয়ান কেপি মাথুর।
তিনি বলেন, গৃহস্থালীর দিকটা দেখাশোনা করতেন সোনিয়া। কিন্তু মানেকার রাজনৈতিক বুদ্ধি ছিল বলেই মনে করতেন ইন্দিরা। কিন্তু, রাজীবের বিরোধিতা মানেকাকে ইন্দিরার থেকে দূরে সরিয়ে দেয়। ২০ বছর ধরে তৎকালীন প্রধানমন্ত্রীর ইন্দিরার ফিজিশিয়ান ছিলেন মাথুর। মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রতিদিন সকালে তার সঙ্গে কথা হয়েছে ইন্দিরার। ‘The Unseen Indira Gandhi,’ নামের বইতে তার গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক আর গান্ধীদের রাজনৈতিক যাত্রা সম্পর্কে লিখেছেন তিনি।
মাথুর লিখেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর মানেকার প্রতি নরম মনোভাব দেখান ইন্দিরা। কিন্তু মানেকা ধীরে ধীরে সঞ্জয় বিচার মঞ্চ তৈরি করেন। আর তারা রাজীব গান্ধীর বিরোধিতা করছে বলে শোনা যায়। পরে সেই মঞ্চ দৃষ্টি আকর্ষণ করে যখন একটি কনভেনশনের আয়োজন করা হয়। ইন্দিরার বারণ সত্বেও সেই সভা করা হয় লখনউতে। বিদেশ সফরে থাকাকালীন ইন্দিরা গান্ধী চিঠি দিয়ে বারণ করেছিলেন মানেকাকে।
আরও জানা গিয়েছে, রাজীবের সঙ্গে বিয়ের পরপরই ইন্দিরা স্নেহভাজন হয়ে ওঠেন সোনিয়া। ইন্দিরাকে এতটাই সম্মান দিতেন তিনি যে খুব তাড়াতাড়ি গৃহস্থালীর দায়িত্ব দেওয়া হয় তাকে।
প্রধানমন্ত্রী হওয়ার প্রথম দু’বছর ইন্দিরার আত্মবিশ্বাসের কতটা অভাব ছিল সেকথাও বর্ণনা করা হয়েছে বইতে। কোথাও বক্তব্য রাখতে গেলে নার্ভাস হয়ে যেতেন তিনি।
১৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস