আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার স্বৈরশাসক বাশার আলাস সরকারকে অস্ত্র দেয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। মস্কো বলছে, তারা সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার জন্য সিরিয়ায় অস্ত্র দিচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার পক্ষ থেকে কখনো গোপন করা হয় নি যে, সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য মস্কো সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছে।
মারিয়া জাখারোভা আরো জানান, সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক অংশগ্রহণ নিয়ে এখনই কথা বলার সময় হয় নি।
সিরিয়ার একজন কর্মকর্তা সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া নতুন অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে। তিনি আরো বলেন, সিরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সবসময় উন্নত হচ্ছে তবে সম্প্রতি সে সম্পর্ক একটা গুণগত পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, সিরিয়া ইস্যুতে রাশিয়া তার অবস্থান বদলাচ্ছে বলে সম্প্রতি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে অসত্য ও কল্পিত বলে উড়িয়ে দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
০৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস