শনিবার, ১৪ মে, ২০১৬, ০২:১৩:১৬

৩টি ট্রাকে ভর্তি ৫৭০ কোটি টাকা! আটক করল ইসি

৩টি ট্রাকে ভর্তি ৫৭০ কোটি টাকা! আটক করল ইসি

আন্তর্জাতিক ডেস্ক : তিনটি ট্রাকে বোঝাই নগদ ৫৭০ কোটি টাকা আটক করল ভারতের নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে দেশটির তামিলনাড়ুতে এই ঘটনা ঘটল। এ ঘটনায় ভারতজুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বিপুল পরিমাণ টোকা কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত তামিলনাড়ুতে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। ভোট যত এগিয়ে আসছে, টাকা ছড়ানোর চেষ্টা রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ততই বাড়ছে। তাই নজরদারি আরও কড়া করা হয়েছে।

শনিবার সকালে সেই নজরদারি চালাতে গিয়েই হাইওয়েতে তিনটি ট্রাক আটক করা হয়েছে। ট্রাকগুলিতে মোট ৫৭০ কোটি টাকা রয়েছে বলে জানানো হয়েছে। ট্রাকগুলির চালকরা জানিয়েছেন, ওই টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। তামিলনাড়ু থেকে তা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও তাঁরা জানিয়েছেন।

কিন্তু কমিশ সূত্রের জানা গিয়েছে, যে নথিপত্র চালকরা দেখিয়েছেন, তাতে উল্লিখিত গাড়ির নম্বরের সঙ্গে ওই ট্রাকগুলির নম্বর মিলছে না।

আপাতত ট্রাকগুলি আটকে রাখা হয়েছে। তবে ট্রাকের কন্টেনারের দরজা খোলা হয়নি। টাকা বাজেয়াপ্তও করা হয়নি। কমিশনের তরফে সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। গরমিল থাকলে টাকা বাজেয়াপ্ত হবে। ট্রাক চালকরাও গ্রেফতার হতে পারেন।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে