আন্তর্জাতিক ডেস্ক : ‘প্লিজ কেউ আমাকে বিকেল চারটের আগে হত্যা করুন।’ এমনই বিচিত্র পোস্টার নিয়ে উত্তর ইরাকের শহর মোসুলের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল এক আইএস জঙ্গিকে।
উত্তর ইরাকে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে ইসলামী সন্ত্রাসবাদী সংস্থা আইএস। মোসুল তাদের অন্যতম শক্ত ঘাঁটি। সেখানে এহেন ঘটনায় বিস্মিত গোটা শহরের বাসিন্দারা।
কিন্তু কেন এই বিচিত্র আবদার? মোসুলের কাছে গত শুক্রবার একটি ধর্মীয় আলোচনা সভা বসেছিল। সেখানে ধর্মগুরুদের কাছে ওই জঙ্গি জানতে পারে, শনিবার নাকি বিকাল ৪টার সময় আল্লাহ তার অনুগামীদের সঙ্গে পবিত্র বৈঠকে বসবেন। সেটা জানার পরেই স্বর্গে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ওই আইএস জঙ্গি সদস্য।
তার কথায়, ‘আমি আত্মহত্যাকে পাপ বলে মনে করি। তাই মরার জন্য অন্য কারও সাহায্য চাই। যে কোনও মূল্যে নির্দিষ্ট সময়ের আগেই মরে স্বর্গে আল্লাহর বৈঠকে অংশ নিতে চাই।’ এই ঘটনায় ওই জঙ্গির ওপরে রীতিমতো বিরক্ত তার দলের সদস্যরা। জোর করে তাকে ধরে আনা হয়েছে। সেই সময় গোড়ালি এবং কাঁধে চোট পেয়ে ওই জঙ্গি সদস্য আপাতত চিকিৎসাধীন।
১৫ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস